BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকীতে মৎস্য দপ্তরের উদ্যোগে সাত লক্ষাধিক টাকার জব্দকৃত অবৈধ জাল ধ্বংস

মেহেদী হাসান,দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

 

পটুয়াখালীর দুমকী উপজেলা মৎস্য দপ্তরের অভিযানে জব্দকৃত সাত লক্ষাধিক টাকার চায়না দোয়ারী, বেহুন্ডি ও স্লুইস জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার (১১অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দুমকী উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল ইমরান এর নির্দেশে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নুরুল ইসলামের নেতৃত্বে সাত লক্ষ পনের হাজার টাকা মূল্যের দেশীয় প্রজাতির মাছ নিধনে ব্যবহৃত জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

উল্লেখ্য পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম ও দুমকী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান এর নির্দেশে দুমকী থানা পুলিশ টিমের সহায়তায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নুরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে লেবুখালী, আঙ্গারিয়া ও শ্রীরামপুর ইউনিয়নের খাল,বিল ও নদী থেকে ৪৬টি চায়না দুয়ারী, ১৬টি বেহুন্তি ও ১১টি স্লুইস জাল জব্দ করা হয়।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »