জেলা প্রতিনিধি, বরগুনা:
ঢাকায় বিএনপির সমাবেশে ১০ দফা দাবি আদায়ের ঘোষনা অনুযায়ী সারা দেশে গনমিছিলের ডাক দেয়। তারই ধারাবাহিকতায় আজ বরগুনা জেলা বিএনপি সকাল ১০ টায় গনমিছিল বের করলে পুলিশের বাধার মুখে পরে। তাই গন মিছিল না করে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছে৷
এই সমাবেশ ও গনমিছিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক মাহবুবুল আলম ফারুখ মোল্লা।
বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে গন মিছিল বের করলে পুলিশের বাধার মুখে পরে। তারই প্রতিবাদে সমাবেশ করা হয়। এতে কেন্দ্রীয় কমিটি শ্রম বিষয়ক সহ সম্পাদক ফিরোজ উজ জামান মামুন উপস্থিত ছিলেন। তিনি বলেন শান্তিপূর্ণ মিছিলে সরকার বাধা দিয়ে গনতন্ত্রকে হত্যা করেছে। এ ছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লা, যুগ্ম আহবায়ক এ জেড এম সালেহ ফারুখ সহ বিএনপির জেলা উপজেলার নেতা কর্মীরা।