BMBF News

দুমকীতে আওয়ামী লীগ নেতা আলী আশরাফের ঈদ উপহার বিতরণ

১২
মেহেদী হাসান, (পটুয়াখালী)প্রতিনিধিঃ

 

পটুয়াখালীর দুমকীতে প্রধান মন্ত্রীর পক্ষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার শাড়ী ও লুঙ্গি বিতরণ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য দৈনিক বুলেটিন পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী আশরাফ।
শনিবার বেলা ১১টায় উপজেলার আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে, দুপুর ১২টায় মুরাদিয়া আজিজ আহমেদ ডিগ্রী কলেজ অডিটরিয়ামে বিকেল ৩টায় পাঙ্গাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসা মাঠে উপজেলার ৩টি ইউনিয়নের ৩ হাজার পুরুষ ও মহিলাদের মধ্যে প্রধান মন্ত্রীর ঈদ উপহার শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। এর আগে শুক্রবার সকালে উপজেলার শ্রীরামপুর ও আঙ্গারিয়া ইউনিয়নের সহস্রাধিক নারী পুরুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, দুমকী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, দপ্তর সম্পাদক অধ্যাপক মাইনুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেজাউল হক রাজন, আঙ্গারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক গোলাম রাজ্জাক খান, আহ্বায়ক নজরুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।