BMBF News

বঙ্গবন্ধুর সমাধিতে পবিপ্রবির নবনিযুক্ত ট্রেজারার মোহাম্মদ আলী’র শ্রদ্ধা নিবেদন

১৪
মেহেদী হাসান প্রতিনিধি, দুমকী (পটুয়াখালী):

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী ২২আগষ্ট মঙ্গলবার গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিপ্রবির নবনিযুক্ত প্রভাষক বৃন্দ পুষ্প স্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সনের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর ড.অসীত কুমার পাল, প্রফেসর ড. মুহাম্মদ জাহিদ হাসান, ড. মোঃ শাহিন হাসান, প্রফেসর ড. মোঃ লালমুদ্দিন মোল্লা, সহযোগী অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক মোঃ তরিকুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, এমএম মেহেদী হাসান, আরিফ উদ্দিন, মোহাম্মদ মুহাইমিনুল আলম ফাইয়াজ, চৌধুরী মাইনুল ইসলাম রাসেদ, মোহাম্মদ রেজাউল ইসলাম, স‌উদ বিন আলম, দীপা রানী পাল, প্রভাষক হাবিবা জান্নাত মীম, খলিল ইব্রাহিম, সাজেদুল ইসলাম ও শম্পা রানী প্রমূখ।
পরে বঙ্গবন্ধু ‘র সমাধিস্থলে এ্যাডমিন ভবনে রক্ষিত পরিদর্শন ব‌ইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী।

Leave A Reply

Your email address will not be published.