BMBF News

রূপগঞ্জের পূর্বাচল থেকে নর্দান ইউনিভার্সিটির শিক্ষকের মরাদেহ উর্দ্দার

১০
পলাশ মন্ডল রুপগঞ্জ প্রতিনিধি:

নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পূর্বাচল থেকে নর্দান ইউনিভার্সিটির শিক্ষক আব্দুল আল মামুনের মৃতদেহ উর্দ্দার করেছে রূপগঞ্জ থানা পুলিশ ।
বুধবার সকালে পূর্বাচল ২০ নম্বর সেক্টরে এলাকার পথচারীরা গ্যাস ফিল্ড এলাকায় একটা ঝোপের মধ্যে নাশ দেখতে পেয়ে পুলিশকে ফোন দেয় ,
ঝোপ থেকে উদ্ধার করা হয় নর্দান ইউনিভার্সিটির ইলেকটিক্যাল এন্ড ইলেকটনিশ ইঞ্জারিং বিভাগের শিক্ষক আব্দুল আল মামুন ,
রাজধানীর দক্ষিণ খান থানার কাওলায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন, তার স্বজনরা জানান মঙ্গলবার সকালে তিনি ইউনিভার্সিটিতে যাবার কথা বলে বাসা থেকে বাহির হয় ।দুপুর দুটায় তার স্ত্রীর মোরশেদা আক্তারে সাথে মোবাইল ফোনে শেষ কথা হয়,
এর পর তার মোবাইল বন্ধ থাকায় আর্থিয় সজন সহ বিভিন্ন যায়গায় খোজাখুজি করে খোজ না পেয়ে রাত্রেই দক্ষিণ খান থানায় ডায়েরী করেন ।
এলাকার জনগনের মোবাইল ফেজবুকে মৃতদেহের ছবি দেখে স্বজনরা ছুটে এসে সনার্ত করেন ।
রূপগঞ্জ থানা পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ হাসপাতালে পাঠিয়েছে ।
জানা যায় ফেনী জেলার সদও থানার গজারিয়া কান্দীর আবুল কালাম এর ছেলে আব্দুলা আল মামুন ।

Leave A Reply

Your email address will not be published.