BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

জেলা প্রতিনিধি পটুয়াখালী :

 

পটুয়াখালীর দুমকীতে গলায় ফাঁস দিয়ে মামুন মৃধা (৩৫) নামের এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে।
সুত্রে জানাগেছে, শুক্রবার সকালে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মন্টু মৃধার বাড়ির আ:করিম মৃধার ছেলে ২সন্তানের জনক মামুন মৃধা গাছের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।
মৃত মামুনের ভাই লুৎফর রহমান মৃধা জানান, সংসারে ধার দেনা হওয়ায় ও কাজকর্ম না থাকায় দিশেহারা হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে তার ধারণা।
স্হানীয় ইউপি সদস্য সোহরাফ হোসেন মাষ্টার বলেন, মামুন ৠনগ্রস্ত হওয়ায় এ ঘটনা ঘটতে পারে।
এব্যাপারে দুমকী থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, অপমৃত্যুর মামলা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »