BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ব্যারিস্টার ফুয়াদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশ 

বিশেষ প্রতিনিধি:

 

 

বরিশালের মীরগঞ্জে এবি পার্টির  কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ওপর সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ ও হামলাকারীদের আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন এবিপার্টি পটুয়াখালী জেলা।

রবিবার সন্ধ্যা (৭ ডিসেম্বর) ৪৯ শেরেবাংলা সড়কের মেডিসিন স্কয়রে অবস্থিত এবিপার্টি পটুয়াখালী জেলা কার্যালয় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী জেলা এবিপার্টির যুগ্ম আহবায়ক আবু রায়হান জাফর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদস্য সচিব প্রকৌশলী মোঃ কামাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী কামাল হোসেন ব্যারিষ্টার ফুয়াদের উপর এ বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করে বলেন
ফুয়াদের উপর হামলা, ২৪এর গণআন্দোলনের পর পাওয়া নতুন বাংলাদেশের উপর হামলা। নতুন বাংলাদেশের উপর হামলাকারীরা নব্য ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জানান দিচ্ছেন যা বাংলাদেশের রাজনীতিতে অশনিসংকেত।
তিনি আরও বলেন,  বাংলাদেশে  দীর্ঘ সময়ের একটি  মজলুম বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে  জুলাই-পরবর্তী নতুন বাংলাদেশে  এমন বর্বর আচরণ অত্যন্ত দুঃখজনক।
তারা বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার নামে হামলা, ভয়ভীতি ও দমন-পীড়ন গণতন্ত্রকে দুর্বল করে এবং মানুষের মৌলিক অধিকারের জন্য গুরুতর হুমকি তৈরি করে।

হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন আইনের শাসন প্রতিষ্ঠা ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সরকার, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি ও কঠোর পদক্ষেপ নিতে হবে। আমরা সংখ্যায় কতজন সে দিকে না তাকিয়ে সত্য, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের দৃঢ় অবস্থান থাকবে।
এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা
এবিপার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাসুদুর রহমান, সদস্য আবু হানিফ জয়, মোঃ জাকির হোসেন সহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -