রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:
সমাজের কল্যাণ, মানবিকতা ও নেতৃত্বের মেলবন্ধনে যে তরুণরা আদর্শ হয়ে ওঠেন, তাদের মধ্যে অন্যতম পটুয়াখালীর দশমিনার কৃতিসন্তান যোবায়ের হোসেন আক্কাস। তরুণ রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক ও সমাজসেবক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় থেকে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত “আদর্শ জাতি গঠনে শিক্ষাবিদ, সুশীল সমাজ ও মেধাবীদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা–২০২৫ অনুষ্ঠানে যোবায়ের হোসেন আক্কাস মর্যাদাপূর্ণ “মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড” অর্জন করেন। এ সম্মাননা শুধু তার ব্যক্তিগত সাফল্যের স্বীকৃতি নয়, বরং সমাজ ও দেশের কল্যাণে তার অব্যাহত অবদানকেও তুলে ধরে।
বছরের পর বছর তিনি সমাজসেবা, জনকল্যাণ ও ক্রীড়া উন্নয়নে কাজ করে আসছেন। তরুণ প্রজন্মকে খেলাধুলা, নেতৃত্ব ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে উৎসাহিত করার পাশাপাশি নিজেও কার্যকর ভূমিকা রেখে চলেছেন। তার সততা, দায়বদ্ধতা ও আন্তরিকতার প্রমাণ হিসেবে এর আগেও তিনি একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন।
মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড প্রাপ্তি তাকে যেমন গর্বিত করেছে, তেমনি ভবিষ্যতে আরও নিষ্ঠার সঙ্গে সমাজসেবায় নিজেকে নিয়োজিত হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে। যোবায়ের হোসেন আক্কাস আজ শুধু দশমিনার গর্বই নন, বরং দেশের তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার উজ্জ্বল দৃষ্টান্ত।