দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকি উপজেলার দুমকি গ্রামের হাওলাদার বাড়ির মোঃ ফোরকান হাওলাদার ৩৫ বছর বয়সে তিন বছর তিন মাস আগে মৃত্যুবরণ করেন, বৃষ্টিতে কবর ভেঙ্গে গেলে তার পরিবারের লোকজন স্থানীয় লোকজনকে খবর দেয় তারা দেখতে পায় ফোরকান হালাদের লাশ অক্ষত অবস্থায় কবরের ভিতর আছে।মৃত ফোরকান হাওলাদারের ভাই সোবাহান হাওলাদার বলেন তার লাশ এবং কাপড় অখ্যাত অবস্থায় আছেন, পরে হুজুর ডেকে এনে আমরা কবরে পুনরায় মাটি দিয়ে ঢেকে দেই। এ ব্যাপারে দুমকিতে চাঞ্চল্যকার সৃষ্টি হয়েছে।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
পূর্বে পোস্ট