BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

জনগণের মতামত নিয়েই নির্বাচনে যাবো: দশমিনায় বিএনপির জনসভায় হাসান মামুন

মোঃ রাকিবুজ্জামান দশমিনা পটুয়াখালী:

 

 

পটুয়াখালীর দশমিনায় অনুষ্ঠিত বিএনপির জনসভায় কেন্দ্রীয় বিএনপি নেতা হাসান মামুন বলেছেন, “নির্বাচনে অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে জনগণের কাছ থেকেই। দল মনোনয়ন না দিলেও যদি জনগণ আমাকে নির্বাচনে দেখতে চান, তাহলে পটুয়াখালী–৩ আসনে প্রার্থী হবো।”

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রনগোপালদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় তিনি এসব কথা বলেন। স্থানীয় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজারো নেতা–কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠটি জনসমুদ্রে রূপ নেয়।

দীর্ঘ ৩৭ বছরের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা উল্লেখ করে হাসান মামুন বলেন, “জীবনের এই কঠিন সময়ে আমি আবারও দশমিনা–গলাচিপার মানুষের কাছে ফিরে এসেছি। আপনাদের মতামতই আমার সিদ্ধান্ত। আপনারা নির্বাচন করতে বললে করব, না করতে বললে করব না। জনগণের সিদ্ধান্তই আমার কাছে সর্বোচ্চ।”

বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে তিনি আরও বলেন, “তিনি দেশের গণতন্ত্রের প্রতীক। আর দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে পারলেই দেশে প্রতিষ্ঠা পাবে প্রকৃত গণতন্ত্র ও ন্যায়ের শাসন।”

সভায় সভাপতিত্ব করেন রনগোপালদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হেমায়েত হোসেন হাওলাদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌকিদার। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, সহ-সভাপতি মো. হোসেন হাওলাদার, অ্যাড. ওহাব চৌধুরী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মাহাবুব আলম ফরাজি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম শানু এবং সিনিয়র যুগ্ম সম্পাদক ফকরুজ্জামান বাদলসহ আরও অনেকে।

স্থানীয় নেতৃবৃন্দ বলেন, গলাচিপা–দশমিনার মানুষ আন্দোলনের কঠিন সময়গুলোতে রাজপথে থেকে ত্যাগ স্বীকার করেছে। তাদের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়েই প্রার্থী নির্বাচন করা উচিত।

সমাবেশ শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশবাসীর কল্যাণ এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -